সুচিন্তিত পন্থা মানলে জীবনটা যায় গড়া,
অনিশ্চিত জীবন ধারা থাকে দুঃখে ভরা;
কোন কাজেই নয়কো ভালো তাড়াহুড়ো করা,
লক্ষ্য পথে থাকলে নিষ্ঠা পাবেই সুফল ত্বরা।
শুভবুদ্ধি রাখে যারা মেনে জীবন নীতি,
সুখের বীণে বাজে মনে ভালোবাসার গীতি;
সবার সাথে মিলেমিশে রাখলে মনে প্রীতি,
ভরবে হৃদয় সুখ শান্তিতে এই তো ভবের রীতি।
মোহময়ী লোভের জালে পড়ে কত লোকে,
ছলনাতে পরকে লুটে থাকছে কেমন সুখে;
লোভের ফাঁদে বিপাকেতে ভুগছে নানা দুখে,
বিবেক বোধে চলে যারা থাকে হাসি মুখে।
স্বপ্ন ফানুস এঁকে যারা পাপের পথে চলে,
পরকে নাশে ফন্দি এঁটে নানা কপট ছলে;
অবক্ষয়ের পথের পানে জীবন তাঁদের ঢলে,
বোধটা হলে অনুতাপে ভাসে চোখের জলে।
ভোগ বিলাসী জীবন ভোগে দেহ জরা গ্রাসে,
অপকর্মের অশুভ ফল রোগে কাঁপে ত্রাসে;
চেতনা দ্বার খুলে জাগে শুভবুদ্ধি রাশে,
আর্তি রেখে প্রভুর কাছে নয়ন জলে ভাসে।