দ্বন্দ্ব ভুলে প্রীতির ফুলে
থাকলে মিলে মানব কুলে
সবাই থাকবে সুখে,
দ্বেষ-কলুষে মাখে যারা
পায়না কভু সুখটা তারা
সদাই থাকে দুখে।
ভেদ ভাব সব ভুলে গিয়ে
সম্প্রীতিতে ভরলে হিয়ে
শান্তি থাকে মনে ,
অতিথি সব ভবের মেলায়
কাটাও না দিন খুশির ভেলায়
সাম্য- প্রীতির সনে।
কালের ঘণ্টা বাজবে যবে
থাকবে না আর কেউ তো ভবে
দ্বন্দ্ব কেন তবে?
ভালোবাসায় মনটি ভরে
থাকলে সবাই হাতটি ধরে
প্রভুর আশিষ রবে।