সবুজ পাতা দোলায় মাথা
হাওয়ার তালে শাখে,
ফাগুন রঙে মন মেতেছে
বলবো বলো কাকে!
শিমুল গাছে কোকিল নাচে
কুহু কুহু গেয়ে,
বাসন্তী মন হয় উচাটন
পথের পানে চেয়ে।
পলাশ শিমুল কৃষ্ণচূড়া
আবির রাঙা সাজে,
রাধাচূড়া অপরূপা
মুচকি হাসে লাজে।
সাজলো ধরা অরূপ সাজে
ফুলে ভরে বাগে,
ভরা ফাগুন হৃদে আগুন
প্রেম তিয়াসে জাগে।
সবুজ মনে আশার সনে
অপেক্ষাতে আঁখি,
সুজন বিনে ফাগুন দিনে
ক্যামন করে থাকি?