দিবানিশি জপি নাম তোমার স্মরণে,
তুমি ছাড়া এ ভুবনে কিবা আছে আর;
কত আর সহিব বলো যাতনার ভার,
সবকিছু ছেড়ে তাই চিন্তায় মননে।
এসেছি আশ্রয় নিতে তোমার চরণে,
জেনেছি আপন ভবে কেহ নয় কার;
বিপদ সময়ে কেহ খুলেনি তো দ্বার,
চির সাথী প্রভু তুমি জীবনে মরণে।
অশান্তির দাবানলে তাপিত হৃদয়
অপমানে জর্জরিত হারায়েছি মান;
অভাগিনী আমি অতি হওগো সদয়,
দয়াময় তুমি যেগো করো কৃপা দান।
ছলনার ফাঁদে পড়ে মেনেছি গো হার,
বুঝেছি পরম সত্য তুমি প্রভু সার।