সহজ সরল শিশুরা যে
কোমল অতি মনে,
আপন করে নেয় সবারে
নানান রকম জনে।
ক্ষুৎপিপাসায় কাতর দেখলে
ব্যাকুল হয়ে ওঠে,
যা হোক কিছু খাবার এনে
দেয় সে ধরে মুঠে।
সংসারেতে কত জনার
খাবার নাহি মিলে,
অসহায়ের মুখে নাহয়
খানিক খাবার দিলে
মানবতার পাঠটি ভুলে
মত্ত হয়ে থাকো,
মানুষ জন্মের সুকৃতিটা
একটু বজায় রাখো।
নিজের সুখটা ভাবতে গিয়ে
ভাবলে পরের কথা,
কর্ম-ভেলা ভাসবে সুখে
জন্ম হউক যথা।
পরের দুঃখে সহায় হয়ে
হাত বাড়িয়ে দিলে,
বিপদ কালে তোমার পাশেও
থাকবে সবাই মিলে।