সবুজ পাহাড় বিটপের সার
শ্যামল ছায়া ঘিরে,
মাঝে মাঝে তারি টালি ঘর বাড়ি
সুখেতে গড়া নীড়ে।
টালির ছাদেতে সুপারি শুকোয়
উঠোন পাশে খড়ি,
কিষান বধূ টি করিৎকর্মা
কখনো দেয় বড়ি।
দখিনা পবনে আবেগের সনে
শীতল ছোঁয়া মাখে,
জুম চাষি বসে আঙিনার পরে
চায়ে চুমুক রাখে।
মুখটি বাড়ায়ে দুয়ারে দাঁড়ায়ে
বালিকা মেয়ে বলে,
বেলা হলো ভারী আমি ভাত বাড়ি
বাবা গো এসো চলে।
পাহাড়িয়া গাঁয়ে মিলে এক ঠায়ে
বসতি সবে করে,
পালে পার্বণে সম্প্রীতি সনে
খুশিতে মন ভরে।
সব জন জাতি প্রীতি ভরে মাতি
থাকে গাঁয়ের বুকে,
বিপদ সময় দূরে ঠেলে ভয়
দাঁড়ায় হাসি মুখে।