লাখো শহিদ স্মৃতির গাঁথা আজো বুকে আছে,
একুশ এলেই বিবশ ব্যথার অশ্রু চোখের কাচে।
বাংলা মায়ের দামাল ছেলে রক্ত দিলো ঢেলে,
তাঁদের অমর আত্মদানেই বাংলা ভাষা মেলে।
তরতাজা সব প্রাণের রক্তে একুশ সিক্ত হলে
সন্তানহারা বঙ্গমাতা ভাসেন চোখের জলে।
একুশ বোনের সাদা সিঁথি মায়ের সাদা শাড়ি
রক্তে রাঙা একুশে কি ভুলতে কভু পারি?
ফেব্রুয়ারি একুশ এলে সারা বাংলা কাঁদে,
সব শহিদে স্মরণ করে স্মৃতির মালা বাঁধে।
সবার প্রাণের স্পন্দনেতে বাংলা ভাষার সুধা
সুখে দুখে সম্প্রীতিতে মেটায় মনের ক্ষুধা।
একুশ শেখায় ঐক্যজোটে রাখতে মায়ের মানে
শহিদ ভায়ের বলিদানের অমর কথার গানে।
মধুর বড়ো বাংলা ভাষা মায়ের মুখের বুলি
জগৎ সেরা মায়ের ভাষা কেমন করে ভুলি?
বাংলা ভাষার মাধুরীতে শতেক কাব্য গাঁথা
শাশ্বত রয় কবির লেখায় ইতিহাসের পাতা।
ফেব্রুয়ারি একুশ এলেই অশ্রুমলিন মুখে
বাংলা মাতা আজো কাঁদে শহিদ স্মৃতি বুকে।