এক অদ্ভুত বিড়ম্বনায় কাটছে দিন; কাটছে সময়
যতই দিই তারে সে কিছুতেই সন্তুষ্ট নয়
এভাবেও কি টিকে থাকা যায়.?
এভাবেও কি সম্পর্ক রাখা যায়.?
দিন দিন বেড়ে যায় সম্পর্কের ঋণ
সময় সে তো বলেনি ……….
এভাবে, এই দিন জীবনে আসবে কোনদিন
সম্পর্কের বদলে অভিশাপের মালা দু পায়ে জড়ালো
ভালোবাসা ছাড়া মিছে আশাগুলো মনকে নাড়ালো
তবু আরো একবার…. তবু আরো একবার….
স্বপ্নের কাছাকাছি থাকতে তো মন চায়
শেষ আশা লয়ে মন,সে আজও তরী বায়,
ডুবে যাওয়া তরী যেন ভাঙ্গা মন
মনেরই তরে মনের ধরছে ভাঙ্গন
আশার বাণী কেন হতাশার কারণ হয়?
হতাশা বোঝাই নদী ক্রমে ক্রমে আপন হয়,
ইচ্ছে শক্তিরা আজ হেরে যায়
হেরে যায় আমার মন
কেন জানিনা; কেন জানিনা;
প্রিয়জনেরা এই ভুবনে হয় না আপন।