সোমেশ্বরী ,
সুন্দরী সোমেশ্বরী ।
সর্পিল সোমেশ্বরীর
সফেন সলিলে
সুমধুর সংগীত ;
সেতো সজনীর
সুমধুর সংলাপ সুধা ।
সানুদেশে-
সবুজের সমারোহ
স্বর্গের স্বপ্নালু সুষমা ।
সান্ধ্য সাজে সেজে
সলজ সম্ভাষণে
সখার সনে
সেখানে সঞ্চরণের
সোমেশ্বরীর সদা
সবুজ সংকেত ।
সোমেশ্বরী ,
সুন্দরী সোমেশ্বরী ।
সর্পিল সোমেশ্বরীর
সফেন সলিলে
সুমধুর সংগীত ;
সেতো সজনীর
সুমধুর সংলাপ সুধা ।
সানুদেশে-
সবুজের সমারোহ
স্বর্গের স্বপ্নালু সুষমা ।
সান্ধ্য সাজে সেজে
সলজ সম্ভাষণে
সখার সনে
সেখানে সঞ্চরণের
সোমেশ্বরীর সদা
সবুজ সংকেত ।