মুখর হলো ছায়ায় মোড়া অপূর্ব এক শান্ত বনভূমি,
সকাল,বিকেল ফিসফিসানি
রাত্রি হলেই হাড় কাঁপানো গভীর মন কাহিনী।
ছোট্ট নদীর ভীষণ বেগ
মুখেতে গর্জন,
সন্ধ্যে হতেই করে বন পরিভ্রমণ।
গাছের ঘর গৃহস্থালি শুধুই থাকে গাছ,
গাছের কুটিরে কোটরে গাছ চোখে ভাষাহীন নীরব প্রতিবাদ ।
গাছ কাঁদে হৃদয়ের গভীরে
শব্দহীন ঘুঙুরের বোল ওঠে বনাঞ্চল জুড়ে।
মুখর এখন শান্ত বনভূমি,
বন জুড়ে এখন যেন বসন্তের পূর্ণিমা ঘটিয়েছ তুমি।
তোমার চোখের ভিতর খেলে বেড়ায় হাজারো হরিণ শিশু,
তোমায় দেখেই পুরুষ কাঁপে
জেগে ওঠে সবকটা রিপু।
শান্ত বনভূমি।
শোনা যাচ্ছে কার পদধ্বনি?
ভালবাসার নিলাম ডাকছো তুমি।
জনসমুদ্রের তীরে ছদ্মবেশে আমিও এলাম ভিড়ে।
পাখিরা তখন ফিরে গ্যাছে তাদের আপন নীড়ে।
নিঃসঙ্গতাও দাঁড়িয়েছে ওই জনতার ভিড়ে।
আপন মনে ভালবাসার নিলাম ডাকছো তুমি,
মেঘ এসে দাঁড়িয়েছে গাছের মাথা চুমি।
দর হাঁকছ, তোমার গলায় মিষ্টি বাঁশির সুর।
ভুবন জুড়ে একটাই রব
সবাই এসো কাছে , কেউ থেকো না দূর।
অবাক চোখে দেখি
আমার দেওয়া ভালবাসা
নিলাম করছো তুমি ।
অনু, ববি, শ্যামলী
ভালবাসার ধারাপাত কিচ্ছু পড়েনি।
তুমি কি পড়েছ জিনিয়া মামনি ?
ভালবাসা তোমার কাছে
ঘন্টা বাজিয়ে দমকল আসে,
ভালবাসা তোমার কাছে পদ্ম সরোবর হয়ে ভাসে।
ভালবাসার নিলাম ডাকছ তুমি !
হৃদয় জুড়ে ভালবাসার বাস
সত্যিকারের ভালবাসায় থাকেনা কোনো পাপ।
নিলাম ডাকছো তুমি, এটা তোমার সর্বনাশ।