প্রাপ্তির অতৃপ্ত গর্ভে আরও একটা
অপুষ্ট কবিতার জন্ম হয় ।
ব্যর্থতার শোকে ভষ্ম করে চলি
পরপর অপটু কবিতার বহু ফর্মা করোটির ঘিলু ।
জন্মের পরে জন্ম কাটে ভাবনা করাত ।
কিছুতেই এক পূর্ণ কবিতার পথিক ছায়ার নীচে
সামুদ্রিক শান্তির মতো জিরোতে পারি না ।
নির্বাচনে হেরো সব বাতিল শব্দের দল
অভিশাপে ছিঁড়ে ফেলে রাত্রির নিদ্রা নিশান ।
মুছে ফেলা রঙের বিষাদ , মূর্তির ছুঁড়ে দেওয়া
মাটি প্রতিবাদ , অপছন্দ সুরের সুপ্ত অভিমান ,
সাঁওতাল পরিবারে’র ছেড়ে যাওয়া স্বপ্নের ছাঁট
ইত্যাকার দৃশ্য জুড়ে
এবার বুনবো চড়কা চাঁদে এক আশ্চর্য কবিতা ।
বিশুদ্ধ বাতিলের ভিতে শিল্পের সৃজন বিস্ময় ।