এই যে শুকনো আগুনে জ্বলছি আবহাওয়া
শেকড়ের ঘাম শুষে পুড়ে যাচ্ছি মাটি
সমুদ্রের অভিমানী ফেনার ফণায়
নীলবর্ণ হয়ে আসছি ব-দ্বীপের সুখ
আমরা কি কোনও বিশুদ্ধ কবিতা বিমানে
ঝলমলে দধীচি জ্বালানি হতে পারি না !
অরণ্যের ফুসফুস ফুটো করে অক্সিজেনচোর
পর্বতের নবনী পাথরে চরে পাঁচতারা পা
বয়লারে বন্দী হয় অনিচ্ছুক কয়লার মুঠি
লালসার সীমাহীন মালগাড়ি নয়
দরকারী বিকল্প ছড়িয়ে আছে সৌরবাগানে
অল্পে সন্তুষ্ট শিব বেশি দিলে ব্রহ্মান্ড খাবে
অগোছালো শব্দের শ্রমে বিক্ষিপ্ত ভাবনার শ্বাসে
কবিতার যৌথখামার ভরে না
এসো কবি মহান প্রতিভাধর লেখো