দেখা হলে বলে দিও, আজও বেঁচে আছে
হাজারো রঙিন স্বপ্নে রাঙানো ক্যানভাসে,
সুখের মায়া-আর্তনাদ জড়ানো অন্ধ নগরীর
কোলাহলপূর্ণ জমাট গল্পে-কল্পে আজও রোজ হাসে।
শূন্যতার সমীকরণে সময়ের জালে জীবন চায়
মুক্তির হাওয়া আর রঙের দীপাবলিতে স্মৃতির জলোচ্ছ্বাস,
জীবনের ঘাত-প্রতিঘাতে কালের নিষ্ঠুর ভ্রুকুটি সয়ে
স্বর্ণালী দিগন্তের ফ্রেমে বাঁধা থেকে যায় কিছু প্রাপ্তির উচ্ছ্বাস।
দেখা হলে বলে দিও, আমার কলম আজও ছন্নছাড়া
থাকুক পড়ে স্মৃতিহারা, তবুও সুখ খুঁজি সেখানেই,
“শেষের গল্প” শোনাই যাদের, আমার আমিত্ত্বে মত্ত তারাও
মনগুলো আজকাল উদাসীন বড়, বেদুইন জীবন কাটে মুখোশের আড়ালেই।
লাভ-ক্ষতির ফলাফলে নির্বাক, সেজেছি বিবর্ণ-বর্ণে
আঁকিবুকি ছন্দ ছাড়া ধূসর পাণ্ডুলিপির অসমাপ্ত অধ্যায়,
উদাসীন মনের ঘরে বেদনা হাজার জমা পড়ে থাক
চুপকথার গল্পে এখনও সেই জারজ প্রেমের প্রতিধ্বনি শোনা যায়।
দেখা হলে বলে দিও কুয়াশামাখা এক অচিনদেশে
পেলাম খুঁজে নিজেকে আবার নতুনরূপে চৈত্র শেষে,
বালুকারাশি ছোঁয়ার নেশায় ঢেউগুলো যেমন যায় আর আসে
সমুদ্রের টানে ফিরছি আমিও, রাঙিয়ে গোধূলি প্রহর শেষে।