অবসাদ আর ক্লান্তি ভরা
শ্রান্তিহীন অনন্ত প্রকৃতি,
চিরসবুজ বসন্তের উদারতার টানে
উৎসর্গীকৃত তব কীর্তি।
প্রাণবন্ত বহমান নিজস্ব সত্ত্বায়
রঙিনতায় হয়েছো ম্লান,
কাল বৈশাখীর সাজে মাতাল তুমি
উল্লাসে নতুনের আহ্বান।
ধুলোমাখা ইতিহাসে তুমি চিরউজ্জ্বল
ছন্দপতনেই বসন্তের পরিণতি,
চাতকের হৃদয় সঞ্জাত তৃষ্ণার মরুঝড়
ফাল্গুনের মনে জমা অসঙ্গতি।
তবুও বসন্তের বিদায় ব্যথিত হৃদয়ে
দক্ষিণা বাতাসে চৈত্রের কাঁপন,
শঙ্কিত বুকে জাগে বিদায়ের বাঁশি
মর্মে জাগ্রত প্রলয় মাতন।
বিদায়ের ক্ষণে রুদ্র প্রকৃতি
চৈত্রের চিতা-ভস্ম উড়িয়ে,
বর্ষ-বরণের আহ্বান জানায়
বৈশাখী রণাঙ্গনের ডঙ্কা বাজিয়ে।
হোক নব সূর্যোদয়ের অভিষেক
ঝরুক নবীন ঊষার আলো,,,,
জীর্ণ পুরাতন স্মৃতির পাতায়
নব বরষের দীপ জ্বালো