দেখেছি স্বর্গীয় মিলনের এক কাব্য
দেখেছি জোৎস্নার আবেগীয় রূপকথা,
পেয়েছি তোমার মায়াবী দু-নয়নে আঁকা
ফিরে পাওয়া মোর বসন্তের প্রেমগাথা ।।
দিশেহারা মুহূর্তগুলোকে
বন্দি রাখি হৃদপত্র ভাঁজে,
ব্যাপৃত দিনে আকাঙ্ক্ষিত মনন জানায়
অপেক্ষা যে আর নাহি সাজে !
মোর স্বপ্নমাখা উদীয়মান ভোরে
ওষ্ঠদ্বয়ে আবৃত তোমার প্রতিচ্ছবি,
যে হেথায় ছুঁয়ে যায় প্রেম ছন্দ
হে প্রিয়,
তাহা যে তোমারই আঙ্গিনায় সাজিয়ে তুলি ।।
ছেড়ো না চিরসখা মোর দ্বার
না হোক মোদের ভালোবাসায় ছিন্নতা
চির হোক যুগলপ্রেমের অন্ত্যমিল
মোর নিকুঞ্জ মাঝে শুধু তোমারই ব্যাপ্ততা ।।