হৃদয় দুয়ার গিয়েছে খুলে,
মুক্ত হয়েছি আমি।
লাগলো নাচন মনে আমার
তাই দু’হাত তুলে নাচি।
লেগেছে আজ মুক্তির হাওয়া—
আমার মন মাঝে,
যেথায় খুশি চলে যাচ্ছি
মুক্ত হাওয়ার আনন্দে।
প্রাণবন্ত মন আমার
চারিদিকে ছুটতে থাকে।
যেমন করে ট্রেনের চাকা,
লাইনের উপর দিয়ে।
মেঘগুলো যেমন যায়
হওয়ার সাথে ভেসে।
আমি তেমন ভেসে বেড়াই,
মুক্তির হাওয়াই দুলে।
যেথায় সেথায় ঘুরে বেড়ায় নিজেরই অজান্তে।
যেমন করে নদীর স্রোত,
বয়ে চলে আপন ছন্দে।
পদ্য লিখি সবুজ ঘাসে—
বিশ্বভুবন ভাবনা।
প্রকৃতির’ কোলে বসে—
ইহা করি রচনা।
বারুদের তীক্ষ্ণ গন্ধ নেই,
গুলির প্রকট শব্দ নেই,
নেই কোনো কলঙ্করেখা
কিংবা রক্তের দাগ।
এখানে এসে শান্তি পেয়েছি,
নেই কোন ব্যস্ততা।
আছে কেবল নির্মল বায়ু
আর কবিতা লেখার চেতনা।
কেউ আমাকে পারেনা আর
শক্ত বাঁধনে বাঁধতে।
সে বাঁধন গেছে টুটে—
মুক্ত হাওয়ার কারণে।
Keep it up man…