আবেগে দিশেহারা মুহূর্তে
আমার একলা ঘরে তোমায় চাওয়া ।
গভীর ভাবাবেগের মিশ্র স্রোতে
তীব্র অনুভূতিতে,
তোমায় কাছে পাওয়া ।
দিকভ্রষ্ট পথিকের ন্যায় আকুতি
তৃষ্ণা লেগে থাকে অঙ্গে,,
ছুটে চলা অনুরাগের আলোড়ন
ক্ষিপ্ততায় মিশে আছে সর্বাঙ্গে ।
ডুবে যাওয়া উভয়ের ঠোঁটের উষ্ণতা
হারায় বেখেয়ালি বিকেলের সাঁঝে ।
দীর্ঘশ্বাসে প্রহর গোনে যন্ত্রণা
তলিয়ে যাই তোমার বুকের মাঝে ।
ডেকো আমায় জড়িয়ে নিতে প্রেমে
আঙুলের ফাঁকে আঙুল রেখে,
সময় একদিন আসবে জানি
মিলবো দুজন একান্ত নীড়ে ।।