আমার একলা চিঠি জানে
নিরবচ্ছিন্নে তলিয়ে যাওয়া কিছু গল্পকথা,
দিনশেষে বাজে ঘুমপাড়ানিয়া গান
মুছে যায় বাস্তবোচিত নীরবতা ।
আমার একলা চিঠি জানে
খাঁচায় রুদ্ধ প্রাণ পাখিটির অঙ্গীকার,
আবছা কিছু স্মৃতির বারুদ
অনিল দাপটে ঝলসে ওঠে বারংবার ।
আমার একলা চিঠি জানে
হ্যাঁ জানে..
খুঁজে ফেরে নির্লিপ্ত কিছু মানে,
জানে, ছুটে চলা অচঁল জীবনচক্রে
ভালোলাগা হাতড়ায় সৃষ্টির ক্ষনে ক্ষনে ।
আমার একলা চিঠি জানে
আত্মম্ভরি শহরে ছত্রাকার কংক্রিটের রুক্ষতা,
বেদনার আতুঁরঘরে মনখারাপের গন্ধে
প্রলিপ্ত অবহেলায় জর্জরিত জাগতিক বর্বরতা ।
আমার একলা চিঠি সবটা জানে…….