যে হৃদয় দূরত্বের দূর্গ গাঁথে,
সে হৃদয়ে থাকে না ভালোবাসা ।
অন্তরের ভুল অর্থকে দিলে প্রশ্রয়,
অনুভূতির ঘরে বাসা বাঁধে হতাশা ।
নিজের ওপর রাখলে অঙ্গীকার
পারে না কোনো ঝড় ভাঙতে,
বিনা হেতুতে করলে সত আঘাত,
পারবেনা সম্পর্ককে বাচাঁতে ।
যে হৃদয় দূরত্বের দূর্গ গাঁথে,
সে হৃদয়ে থাকে না ভালোবাসা ।
অন্তরের ভুল অর্থকে দিলে প্রশ্রয়,
অনুভূতির ঘরে বাসা বাঁধে হতাশা ।
নিজের ওপর রাখলে অঙ্গীকার
পারে না কোনো ঝড় ভাঙতে,
বিনা হেতুতে করলে সত আঘাত,
পারবেনা সম্পর্ককে বাচাঁতে ।