সস্তার ঘুম ভেজা বালিশে
অন্তহীন কালো মেঘে ঢাকা,
আদরে গড়ে ওঠা স্মৃতিরা
অনাদরে আজ ধুলোয় মাখা ।।
নেশাময় গোধূলির নিরালায়
মন খারাপের গানে জাগে নস্টাল,
সোহাগে আঁকা রক্তিম অভ্র
জলছবির ঘরে বন্দি চিরকাল ।।
প্রণয়ের আহ্বানে স্তব্ধতা
কাতরায় বিচ্ছিন্ন দগ্ধ কাঁটায়,,
দিনশেষে অবাধ্য খামখেয়ালি
ছড়িয়ে থাক ব্যালকনির ছায়ায় ।।