রাঙিয়ে দিয়ে যাক আমার প্রাণের বসন্ত,
কোকিলের ঐক্যতানে ভালোলাগায় আমি একান্ত ।
মনের ক্লেশ যেন নিষ্প্রাণ ফাগুনের কোলে,
ছেয়ে যায় আজ তিলোত্তমা এক রঙীন আবরণে ।
বাসন্তী রঙা সাজে ভোরের কৃষ্ণচূড়া,
কল্পিত মন চায়, প্রণয়ের আবিরে খেলা ।
প্রেমিক মনে আকুতি ভরা অবাধ্য পত্রাবলী,
গুঞ্জরিত প্রেয়সী যেন বাঁধন ছেড়া আবেগী ।
অপেক্ষাকৃত ইচ্ছেগুলো লুকিয়ে অন্তরালে,
উভয় ভেজে বৃষ্টির ঘ্রাণে, গভীর আলিঙ্গনে ।
তার লাল আবিরের আড়ালে, রেঙে ওঠে প্রেয়সী পরিহিতা,
গহীনে ক্রমে ব্যক্ত হয়, “আমি তো তোমার পরিনীতা”