একদিন ছিল
শরীরের অসংখ্য মুখ
ছিল অভাব , অনটন
ছিল ঈশ্বর
ছিল সংসার সম্পর্ক
চাল বাড়ন্ত থাকলে
আগুন না থাকলে
হাত দূটো পুড়িয়ে
ভাত হত
আমার জন্য বাবা র জন্য
মা’র চলতো উপবাস
না হয় অনাহার
একদিন ছিল
শরীরের অসংখ্য মুখ
ছিল অভাব , অনটন
ছিল ঈশ্বর
ছিল সংসার সম্পর্ক
চাল বাড়ন্ত থাকলে
আগুন না থাকলে
হাত দূটো পুড়িয়ে
ভাত হত
আমার জন্য বাবা র জন্য
মা’র চলতো উপবাস
না হয় অনাহার