দীর্ঘ বাণিজ্যের পথ ধরে হেঁটে হেঁটে
অবশেষে পৌঁছেছি পোতাশ্রয়ের মাইটোকন্ড্রিয়ায়
এই অবসন্ন শরীর যেন স্বপ্নের আঁতুরঘর
হতে চাই সহজ মরুভূমি
নীলনদের মেহনতি ঘাম
বানাবো বিজোড় পিরামিড
কেড়ে নেব শূন্য বিশ্রাম
শ্রেনীহীন সময়ের বালিঝড়
পথ আলগা করে দিলেই
জাগবে ফ্যারাও…