থাকে না কিছু ই
হারায় স্রোতে
না হয়
সময়ের প্রসিদ্ধ নিয়মে
যাহা বেদনার
যাহা কষ্টের
ফিরে ফিরে আসে
চোখদের পাড়ায়
দুঃখ ও প্রেম
আসে আর যায়
সম্পূর্ণ করে জীবন
যাকে ভূলেও, ভোলা যায় না
গভীর যত্নে পৃথিবীর
আকাশের নিচে
অশ্রুর নদী এবং চর
থাকে না কিছু ই
হারায় স্রোতে
না হয়
সময়ের প্রসিদ্ধ নিয়মে
যাহা বেদনার
যাহা কষ্টের
ফিরে ফিরে আসে
চোখদের পাড়ায়
দুঃখ ও প্রেম
আসে আর যায়
সম্পূর্ণ করে জীবন
যাকে ভূলেও, ভোলা যায় না
গভীর যত্নে পৃথিবীর
আকাশের নিচে
অশ্রুর নদী এবং চর