পাশের বাড়ির ছাতে প্রতিদিন ওদের দেখি,
বকবকম বকবকম করতে করতে খুঁটে খুঁটে সুখ তুলে নেয় ঠোঁটের ডগায়।
অলস দুপুর! আলপথ দিয়ে হেঁটে যায় সাঁওতাল রমণী।
এক টুকরো রোদ আর নিবিড় ছায়ার সন্ধানে আকাশ পানে চোখ তুলতেই মেঘ আসে নেমে , দু-চোখের পাতা ওঠে ভারী হয়ে !
বৃষ্টি নামে ঝরা পালকের মতো।
খসে পড়া পালকের মতো কিশোরী বেলাটুকুর খোঁজে অনর্থক হাতড়ে মরি সারাটা দুপুর!