বড্ড এলিয়ে আছি সার্বিক জীবনের
সংগত এলোমেলো শরে ,
ঝুলন দৃশ্যের মতো আবাল্য সাজিয়ে দেবে
কুশল কৈশোর !
সভ্যতার শুশুক ডিগবাজিতে
কর্ণিয়া জ্বর হু হু হু হু ,
শতদ্রুর বিশুদ্ধ মেঘ এনে ধুয়ে নিও
অবাঞ্ছিত দৃষ্টি কলরব ।
সহযোগী শব্দের সাথে সীমাবদ্ধ শব্দ সহবাসে
কত সহাস্য সতীর্থের নাম ভুলে গেছি ,
প্রকান্ড সাহারায় চিৎপাত শুয়ে আছে শোক
কিছু উর্বরা বৃষ্টি হয়ো উর্বশী স্মৃতি ।
পান থেকে চুন খসা বুদবুদ বিষাদের
আস্কারা পেয়ে অলস হয়েছে পা , মনের নাব্যতা
হেমন্তের সর্ষেশীষে বসন্তের বন্যা দিও প্রেম ।