এক আশ্চর্য কবিতার জন্ম ইচ্ছে নিয়ে
ডুবে আছি মৈনাকের মেঘে
মেঘ গড়ালেই বৃষ্টির উপত্যকায়
সৃষ্টির ঝর্ণা নদী পরাগের পাল হয়ে যাবে
অথচ পারস্পরিক দূরত্বের অভিশাপ
শুষে নিচ্ছে পিপাসার ধৈর্য্য পরমায়ু
পৌরাণিক পাহাড়ের ডুবজল খেয়ে খেয়ে
কেটে যাচ্ছে নৈশ অভিযানের নভোচর নেশা
আমারই অজান্তে আমার অহঙ্কার ফুটো করে’
শংসা শায়ক এসে ঢ্যাঁড়া মারে কাব্যিক ক্ষতে
অভাবী ভাবনার চিঁড়ে দই পেকে ওঠার আগেই
মাঝারি মশার খাদ্য হয়
আহত অক্ষরবৃত্তের অগোছালো মেদ
এক আশ্চর্য কবিতার ছায়ার প্রচ্ছায়া
উড়ে এসে মিশে যায় মৈনাকের মেঘে