সুবর্ণরেখার নীল জলে খেলা করে ভোরের সোনা আলো!
ঢেউ ওঠে, কুয়াশারা মিলিয়ে যায় আলোর ছোঁয়ায়!
আনমনা নদীর চেতনা ফেরায় নদী তটের শালবন।
সুবর্ণরেখা স্বপ্ন দেখে।
ক্লান্ত মন কথা বলে শাল বউ এর সাথে।
নীল জলে ভেসে চলে স্বপ্ন কুসুমেরা।
পৌষ মাটির আদর মাখানো উঠোনে
খেলা করে শিশির ভেজা রোদ।
নরম হাত দাওয়ায় লেপে চলে পৌষ মাটির সোহাগী প্রলেপ।
নবান্নের ঘ্রানে সোনালী ধানের আখরে
এঁকে চলে আঘুনী রূপকথা।
সুবর্ণরেখার দুকূল ভরা উঠোনে নবান্নের সুবাসে
লাল মাটির সরাতে শিশিরের সোহাগ আদর।
কচি শালপাতার ডাকে মেতে উঠে সুবর্ণরেখা।
শাল মহুলের সাথে– ছন্দে আর তালে।