উদ্বৃত্ত আয়ুর মেঘ জমে জমে
আধজমা বরফের মধ্যবিত্ত মোম
মোমের মজ্জা জ্বেলে জ্বলে ওঠার
ইচ্ছে নিভে আসছে নীলকন্ঠ নিষাদ
সমূলে নিভে যাওয়ার আতঙ্ক মূলে
ঝুলে আছি এক মাঠ মৌসুমী মাচান
মাতালিয়া ঋতু ব্রজধাম
দরকচা মেরে যাওয়া কাঁঠাল কোয়ার মতো
মাটিতে ঢুকেছি বীজ ফলফলে জন্ম নেবো বলে
ঝরে যাক কোঁচকানো চামড়া শব
স্থির ও স্থবির বোধের বিষয়ী কঙ্কাল
একই নাভির নক্ষত্র নীড়ে বারবার নবজন্ম হয়
মনের মুক্ত মুখে শারীরিক বলিরেখা নেই
কোনও সময়ই অসময় নয়
আমারই পূর্বজন্মে লেখা এই পঙক্তির হাত ধরে
অসমবয়সী কবিতার বন্ধু হতে চাই