দুবেলা দুমুঠো ভাত, এটুকুই তো চাই ঈশ্বরের কাছে, মায়ের কাছে, তোমার কাছে
কালকের খুঁটি বসাতে হবে বলে আজ সব ভুলে যায় যুবকেরা, ভুলে যায় পাহাড়, প্রেম, যৌবন
দুমুঠো ভাতই তো চেয়েছি!
ভুতুড়ে বাড়ি দেখতে তো আমারও ভালো লাগে, আমারও ভালো লাগে শাড়ি পরা মেয়ে
শুধু খিদে ভালো লাগে না।
অথচ সেই খিদের ভয়ে সব ভুলে গিয়ে মাঠ খুঁজে যায়, খুঁটি খুঁজে যায়, ধান চাষ করবো
ততদিন বারান্দায় দাঁড়িয়ে থাকুক দ্রৌপদী, শক্ত থাকুক ভূতের বাড়ি, বারবারিক হয়ে ক্ষ্যান্ত থাক যৌবন
ধান চাষ করবো বলেছি তো;
ভাত চাইলে দুঃখ দাও কেনো!