ফুরিয়ে গেছি কি আমি…..!
না এটা থেমে যাওয়ার পূর্বাভাস!!
ভাবনার স্রোতস্বিনী নদীতে হঠাৎ পূর্নচ্ছেদ!
নুড়ি পাথর আবর্জনায় রুদ্ধ গতি!
তবু এমন তো হওয়ার কথা ছিলো না…!
এই তো অভ্যাস বশে চাঁদ দেখিয়ে পিঠ চাপড়ে ঘুম পাড়িয়ে দেওয়া তুমির রিনিঝিনি নূপুর ধ্বনি!
এখনো সমস্ত কাজ সামলে আমার এলোমেলো চুলে হাত বুলিয়ে বিলি কেটে দিতে আসো…!
হাতের কব্জি জুড়ে ফিকে হওয়া মেহেন্দি আমাকে
কল্পনায় দেখতে শেখায় আলো ঝলমল বিয়েবাড়ির ভিড়ে প্রাণোচ্ছল তুমিকে…..।
লাইট, ক্যামেরা,অ্যাকশন, ফোকাস …
মনের মাঝে সেঁধিয়ে আসা ভয় অর্ধ সেদ্ধ করে মারে আমায় আজও,সকাল থেকে ব্যস্ততায় না দেখতে পাওয়া তুমিটার নিরুদ্দেশ পোস্টার!
প্রতি রাতে দমকা মিছে ভুল ভাবনা ধড়ফড়িয়ে ঘুম ভাঙিয়ে ওঠা আমিটার পাকস্থলিতে দু গ্লাস ঠান্ডা জল চালান করিয়ে খুঁজতে ছোটায় চাদর ঢাকা তুমির ক্লান্ত নির্মল ভাবুক কাজল কালো আঁখি পল্লব.…,
এক বুক ভালোবাসা নিয়ে শুরু করি ঘুমের সেকেন্ড ইনিংস…!
নির্মূল হোক এই বুঝি পাছে হারিয়ে ফেলি ভাবনার চোরাস্রোত ভাবনা….
মাথা তুলুক পরস্পরের নির্ভেজাল ভালোবাসায়,
সবুজের সান্নিধ্যে তোমার আমার অঙ্কুরোদগম।