বিশ্ৰস্ত জীবনের শেষটুকু সাজিয়ে তোলার অনন্য প্রয়াস।
তোমার খোলা পিঠ যেন দিগন্ত রেখা-
সেই দিগন্ত রেখা ভালোবেসেই আমি ভাষার অনুসন্ধানী আজীবন কাল।
তোমার খোলা বুকের স্তনবেয়ে নেমে আসছে
মাতৃঅমৃত –
আমি বিস্ময়ে পানকরি স্নেহসুধা, সৌরভ মাখানো ও বুকে-
একবার মুখ ঢাকতে দাও । অপূর্ণতার আশহীন উত্তাপে-
জিজীবিষায় নতুন স্বাদ পেতে দাও আমায় শেষবেলায়।
গহন রাতে আমার যত অশ্রুবারিরাশি
তুমি জাগরে হও বানবাসি, কাঁপে ও ঠোঁট আশ্বস্ততায়,
অবাক রাতে, গাঙ্গুরে ভেসে আসে তোমার গায়ের গন্ধ।
আজও কি সব আছে যেখানে যা ছিল –
সময় কেন তবে হতাশার কথা বলে নতুন স্বরে ?
সন্ধ্যা ক্ষয়ে,ক্ষয়ে ক্রমেই রাত,বিবসনা জোছনা ,
রাত শেষে বেদনায় ভোরের সূর্য চুপ কথা বলে।
রাঙায়নি আবিরে তোমায় কেউ ত কখনও,
তাই কি আজও রক্ত শূন্য সিঁথিতে অহল্যাদের মৌন তপস্যা ?