চেতনাহীন জীবনধারায় ব্যাপৃত জীবন স্রোত
তামসি হাসে অমাবস্যায়,কুটিল দন্তে
তঞ্চকতায় আচ্ছাদিত কাল রজনী
এ গহন অরণ্যে ভাগ্যান্বেষণ দুশ্চর।
দেশহিতৈষীর চোখে লোভাতুর গোপন অন্বেষণ
চমৎকারীত্বে বিহ্বল ,বাকরুদ্ধ ধরণী
তিপান্ন কাহন সমস্যার জট খুলতে –
বাস্তুভিটায় ঘুঘু ডাকে।
সতীর চোখ ঢুলুঢুলু কামনার নেশায়
গোপনে পরকীয়া হৃদয় খোঁচায়।
একই অঙ্গে বহুরূপ সময়ে পাল্টায়
পন্যাঙ্গনা চেনা বড় দায় ক্ষীণদৃষ্টি উল্টায় ।
কে তুমি মোছ শোণিত বুভুক্ষার নিশানে
এ রণাঙ্গনের দাড়িয়ে মাতৃসুধার ঋণশোধে ব্যপিত
পিছন সহস্র ছায়া হয়ে দাঁড়িয়ে ইতিহাস
কর্তব্যের আবর্তনে এখনও সুপ্ত রিরিংসা।
ভুমিদাস স্মৃতির যন্ত্রনা
আজও উদ্বাস্তু বিবেকের অন্তরে
পূর্বপুরুষের চোখের জলে ধুয়েছে এভূমি
আমাদের যন্ত্রণা বেচে দেশনেতার ক্রোমোন্নতি।