শূন্য পথে চেয়ে ,চেয়ে আমার দীর্ঘ অপেক্ষা
তোমরা দেখি মশাল জ্বালো সময়কে উপেক্ষা।
হাজার ,হাজার হৃদয় দেখি জীর্ণ রোগে কাতর
দৈন্যতাকে অস্বীকারে বিলাসে মাখো আতর।
পরশ পাথর হারিয়ে শেষে সাজাও মেকি সোনায় মুখ
নকল সোনায় সাজিয়ে নিয়ে নকল নিয়েই সুখ।
লোহা ,নিকেল মূল্য পায় সোনার কথা ভুলে
ব্যাকা হোক ,ত্যাবড়া হোক সোনাই থাকে অমূল্যে।
বাক্যব্যায়ের অবতারণায় শুধুই বাড়ায় বিড়ম্বনা
যে কথাটায় জীবন বাঁচে সে কথা পায় কয়জনা ?
সোহাগ রাতে যে মেয়েটি সেজে গুজে স্বপ্ন দেখে
দুদিন পরেই ঝেঁটা-লাথি অলক্ষী সাজায় তাকে।
এই মেয়েটি অসহায় কারুর যদি হাতটি ধরে
নতুন করে বাঁচতে চেয়ে কাউকে যদি আপন করে
সমাজ তখন ক্ষেপে যায়,অসতীর পায় অপবাদ
কেউ কি দেখে,আগলে রাখে খুঁটিয়ে দেখে অপরাধ ?
ঘরের মেয়ে যখন কেঁদে ভাসায়,তখনই গোনে পরোমাদ
পরের দুখে কেউ ভাবেনা নষ্ট হলে প্রেমের আবাদ।