যখন আঁধার ঘনিয়ে আসে
সব কিছুই যেন পরবাসে
চোখের কোল জল ছলছল
শেষের পথে হাঁটি টলমল
আমার একলা রাতে স্মৃতির বাটে
তোমায় হাতড়ে চলি তমস রাতে।
আলো খুঁজি দুচোখ ভরে জ্যোৎস্নাহীন
তমসে ঢাকা নীবর শশী বিবর্ণহীন
অসার লাগে ,বেচা-কেনার জীবন হাটে
ভরিয়ে রাখে নিস্তব্ধতা শেষ পারানির খেয়াঘাটে।
জানি আছো,যোজন দূরে অজানা সেই তেপান্তরে
একেলা বুঝি , হারায়ে খুঁজি আছো জানি অন্তরে
অর্গলহীন মনের দেউল ভরাও কেবল আতান্তরে
বাসর ভেঙ্গেও ফিরে আসি তোমায় বড় ভালোবাসি
হাসি-খুশি, অহর্নিশি, তুমি যে আমার সর্বনাশী
” বুক ফাটে তো মুখ ফোটে ” না , এ প্রেম যে অবিনাশী।