কে বলে নেই সে আর?
মৃত্যুর সাথে লড়ছে দুর্নিবার।
কালের বুকে পদচিহ্ন এঁকে-
সেজে আজও রয়েছে সবার বুকে।
রক্তাক্ত পায়ে মিছিলে মিছিলে তুলেছিল প্রতিবাদ,
ঘাম,রক্তের সমুদ্র পেরিয়ে অক্ষরে অক্ষরে সাম্যবাদ,
ইনকিলাব জিন্দাবাদ ……
কে বলে নেই সে আর?
মৃত্যুর সাথে লড়ছে দুর্নিবার।
কালের বুকে পদচিহ্ন এঁকে-
সেজে আজও রয়েছে সবার বুকে।
রক্তাক্ত পায়ে মিছিলে মিছিলে তুলেছিল প্রতিবাদ,
ঘাম,রক্তের সমুদ্র পেরিয়ে অক্ষরে অক্ষরে সাম্যবাদ,
ইনকিলাব জিন্দাবাদ ……