তোমার সাথে থাকবো রাতে শুধু ভাঙবো বুকে চাঁদ
মন জোছনা দিক বেদনা কাটুক তমস ঘন রাত
মনের পাহাড় দেখাক বাহার ভাঙুক সকল ভয়,জড়তা
উজান বেয়ে আসবো ধেয়ে সাহসে ভরা থাক বারতা।
বাঁচতে চেয়ে রক্তে নেয়ে ওড়াবো নিশানএই ভূতলে
গাঙ্গুর বেয়ে সাঁতরে গিয়ে জয় করবো স্থলে,জলে।
শরীর নশ্বর বলেন ঈশ্বর বিনা রণে বিফল মানি
সুজন সাথী দেখ অহোরাতি আমরা সেনা বড় অভিমানী
আজি প্রাতে দৈন্য ভোলাতে সমাজ কাজে করি আহ্বান
পাহাড় পেরিয়ে হাতখানি বাড়িয়ে শয়তানে করি খান- খান।
(( ” মিলে মিলে অন্ত্যমিল “আঙ্গিকে লেখার আবেদন নিয়েই এই লেখাটি পোষ্ট করলাম। ))