বন্ধ্যা ক্ষেতে মাটি ফেটে ফুটি ফুটি
বৃষ্টিহীন বুকে হিংস্র নখে রক্ত ঝরে
তৃষ্ণার মুখে গুঁজে দিয়েছে শত বিদ্রুপ
কারা যেন জাল বোনে শজারুর কাঁটায়।
সুখের পাসওয়ার্ড খুঁজে খুঁজে হন্যে
প্রেম প্রতারক ওত পেতে ফেসবুকে
নতুন কলাকৌশলে মনের সিন্দুক ভাঙে
রক্ষক তুমি মিছেই আলেয়ার পিছে দৌড়াও।
লকলকে অগ্নিশিখার সেঁকে নিও পরিতাপ
একটু জ্বলে ওঠো সুখের বিছানা থেকে
এতো যে দৈহিক সুখ – পরিণাম ভেবেছ কি –
ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় খসায় – বিবর্তনের সংকেতে।
জীবন যুদ্ধের সাধ মিটে গেছে কি অনায়াসে
টিনের তরোয়াল নিষ্ফল সময়ের মাথা কাটে
কেন যে অহেতুক যুদ্ধ বিমান মহড়া দেয় বুঝিনা
একটা নক্ষত্র খসলেই সব সমাধান হবে।
নয়টি দরজাই যদি সচল রাখতে চাও
তবে তোমার ধমনীর গতি পথ অবরুদ্ধ কোরোনা
নারীদেহ মনোহরা,কাঙ্খিত কিন্তু সেখানেও তো দেবীর অস্তিত্ব আছে
ঘর আর পরনারীর দৃষ্টির পার্থক্য কেন,জানোয়ার লুকিয়ে রেখে ?