তোমার কাছে ঋণ যে আমার অসীম অগাধ
অশ্রু ধারায় না হয় ভাসুক শ্রাবণ নদী
অধম জনে নাই বা পেল জ্ঞানের সে সাধ
ক্ষতের ঘরে হোক জমা হয় জীবন যদি…
আমার মতো অবুঝ যে জন জানে কি আর?
জীবন কেন তাপ খুঁজে নেয় সময় খামে?
শীতল ঘরে হারায় যেমন তাপ পারাবার
ঝরা পাতায় জীবন বিকোয় ঋতুর দামে…
তোমার কাছে আদৌ কিছু দিইনি জমা
হয়তো কপট কৃপণ কিংবা স্বার্থমগন
সব ভুলের এই ভুল জনকে করবে ক্ষমা?
ধরার বুকে যায় বয়ে যাক ধূসর লগন…
অপেক্ষাদের অপেক্ষাতেই বন্দী থাকি!
অনাগতের মুচকি হাসি হৃদয় কেনে!
নিরূদ্দেশের সঙ্গী হতে পথকে ডাকি
জীবনবীণার তার যে শুধু বেহাগ চেনে!