বহুদিন ধরে মেঘ জমে ছিল।
হয়তো তা ছিল পূর্বাভাস –
কালবৈশাখীর-কিংবা অসময়ে বৃষ্টির আর বজ্রপাতের!
অনাকাঙ্ক্ষিত ছিল এই বজ্রপাত!
ঝড় এসেছিল –
তারপর নেমেছিল বৃষ্টি-
অশনি সংকেতে নিশ্চিত করেছিল বজ্রপাতের মুহুর্ত।
তারপর…
অপার বিস্ময়ে চোখ মেলেছিল প্রকৃতি!
চোখ ধাঁধানো বিদ্যুতে দৃশ্যমান হয়েছিল সকল অন্তরাল!
সশব্দ হুঙ্কারে ক্ষোভ আর অভিমানের সমস্ত দরজা খুলে দিয়েছিল আকাশ!
কেঁপে উঠেছিল মাটি –
আকস্মিক বজ্রাঘাতে!
হয়তো বা ভেঙেছিল বুক
হয়তো বা ছিঁড়েছিল তার
শেষ বজ্রপাতে…।