পাতাল ফুঁড়ে হাউ-মাউ-খাউয়ের নিনাদে
ত্রাস আবার ভাসছে হাওয়ায়!
লালসার বলয়ে ক্রমশ বর্দ্ধনশীল
ধর্ষণের বর্ষণ আজো দুঃস্বপ্ন অকুতোভয়ে!
আর্তনাদ এখনো পাখনা মেলে শুভবুদ্ধির কাছেও,
প্রতিবাদী মননে দাউদাউ আগুন বাড়ে
ঘি-য়ে,
বিপদ এরপর আসে বলে-কয়ে|
রাহাজানি-খুন বা টিজিং-য়ে সহজেই ছয়লাপ
সমাজের আকাশ-পাতাল!
ভয়ের ভয়াবহ আবহে উড়ুক্কু ঘুমও নিমেষে
হানাহানির ভয়াল প্রদেশে|
সেখানে নিজের ঘরেও যেন শমন-আনাগোণা,
এবারও প্রতিবাদে সৎ মানস আগুয়ান
পরিস্থিতি-জয়ে,
বিপদ এখানেও আসে বলে-কয়ে|
রোগের বাসায় অপরাধের জন্মো বারোমাস
আশেপাশে প্রতিবাদ কখনো গড়ে তালুক খাস|
বারবার প্রমাণিত প্রতিরোধের কণ্ঠরোধে
ঘন কালো মেঘের সঞ্চার!
সুঠাম মনোবল তা বলে পড়ে না লুটিয়ে,
আপদ যদিও হাজির এখানে বলে-কয়ে|