বিরোধী হাওয়ায় পড়ে পাওয়া চোদ্দআনা
জন্মের অভিশাপ|
প্রতিকূলতা! যেন উড়ে এসে বসল জুড়ে
প্রত্যহের আনাচে-কানাচে|
বিরোধিতার তুফান-তরঙ্গের সমকামী মনন
আজো আগ্রাসী আপাদমস্তক!
এখানেই অর্থব্যঞ্জক বাঁচনের পদচারণা,
এখানেই আপাতসুখের প্রবল সম্ভাবনা|
ভিন্ন ভাবনায় যদিও বাঁকা নজরে
দুর্মতির অযুত পাপ!
হাওয়ার বিপক্ষে নড়তে-চড়তে-উড়তে
ব্যঙ্গ-বিদ্রূপের শাঁসালো শাণিত কাঁটাগুলো
তখন ভয়াল সহবাসে!
এমন শাপেও অকুতোভয়ের ঠোঁটে হাসিটি
অম্লান কিছুজনার বিশ্বাসে|