পঞ্চভূত-বিলীনে পায়ে পায়ে অগ্রগমনে
মতিগতি যেন অপ্রতিহত!
ত্রাসও লাট্টুর মতন ব্যস্ত ঘুরপাকে
আমাদের কক্ষপথে|
তবুও জীবন এক লায়লা সেজে বন্ধনে
আহ্লাদিত রোজ রোজ হররোজ|
পায়ের নফর মরণ লাস্যের আগুনে
দারুণতর থরথর,
যমদূতেরা যতই বাজাক মাদল চারপাশে!
মানুষের ভেতর মানুষটির সোজা শিরদাঁড়ায়
ভয়ে-টয়ে যমরাজ কম্পমান!
পঞ্চভূতের শঙ্কায় কম্পন যদি হয় দূরাতিদূরের
অচেনা অতিথি,
প্রাণের কাছে নিষ্প্রাণের দুর্বল ছবিটায়
ভরপুর তখন দীপক-জ্যোতি|