এলোকেশী হয়ে কালো ঘন চুলের গোছা
মেঘের মতো ছড়িয়ে দেব তোর আকাশে,
সঙ্গীহারা কৃষ্ণমৃগ যেমন রুদ্ধশ্বাসে দৌড়ায়
আশ্রয়ের খোঁজে! সবুজ যেন আপন করে
নীল দিগন্তে সবুজের বাস; নভ যেন অনন্ত।
গঙ্গার তীরে সাঁঝের আকাশ কাঠ গোলাপের মায়া
সঙ্গী দুজন কথার মাঝে শুধুই ছেলেমানুষি খেলা,
হিমেল বাতাস ওষ্ঠ ছুঁলে তরঙ্গেরই ফুর্তি
ওই সুদুরের ময়লা ভুলে বন্ধুত্বতেই আমাদের মুক্তি;
অজানা গন্তব্যে চলেছি শুধুই পথের মাপ নেই
সূর্যাস্তের শেষে চাঁদের মত আকাশে যেন ঠাঁই পাই।