মায়ের চরণধূলি
নিয়েছি মোরা তুলি ,
ভয় নাই আর ভয় নাই৷
আছো যত সব নবিন জোয়ান,
করমুষ্টি করে হও আগুয়ান ৷
মোরা দিতে হয় দিব প্রাণ বলিদান ,
ক্ষয় নাই তাতে ক্ষয় নাই ৷
ভেজাল যত করব শেষ ,
এই হোক মোদের প্রতিজ্ঞা শেষ ৷
মোরা শূন্য করব ধন্য দেশের ,
প্রয়োজন নাই যাহা প্রয়োজন নাই ।
ছদ্মবেশি ভন্ড যারা,
করব তাদের সমাজ ছাড়া ৷
মুখোসধারি অমানুষদের,
ঠাঁই নাই দেশে ঠাঁই নাই৷
ধার্মিক বেশে অধার্মিক যারা ,
সরল মানুষদের করে দিশাহারা ৷
এমন নিচ কর্ম করায় তারা ,
উদ্ধার নাই তাদের উদ্ধার নাই ৷
বলছে যারা করো এমন এথায় ,
ভোগ-বিলাস পাবে মরণ পরে সেথায় ৷
ধিক্কার জানাই তাদের মোরা,
সরল মনে ঢালছে গরল ধারা ৷
স্রষ্টার হাতে পরবে ধরা ,
রেহাই নাই তাদের রেহাই নাই।
কর্ম যেন তাই এমনটাই হয় ,
ধর্মের সনে রয় অন্বয় ৷
মোরা প্রকৃতির এই কোলমাঝারে,
মানবিকতার করবো জয় ৷
জানবে সারা বিশ্বময় ,
এ ধরা সেবক শূন্য নয় ৷
মোরা সেচ্ছায় সেবা করবো দান ,
শঙ্কোচ নাই তাতে শঙ্কোচ নাই৷৷