আজ যখন অনেক মানুষের ভীড় থেকে
একদম আলাদা একা থাকতে মন চাইছে
তখন আমার আমি অকবিকে
জিগ্যেস করে কেন!…
অকবি উত্তরে বলে-দেখো অনেক বিবেচনা করে দেখলুম –
আমার চার পাশে অনেক মানুষের ভীড় তারা খুব খারাপ তা নয়,
আবার খুব যে ভালো তাও নয়,
তারা খুব বোকা তা নয়,
আবার খুব যে চালাক তাও নয়,
সেই মানুষরাই তাঁদের ঘৃণার কাদা
ছুঁড়েছে আমার দিকে!
তারা খুব কথা বলে-কিন্তু বাঁচাল নয়,
আবার খুব যে মিতভাষী তাও নয়।
তারা খুব সাহসী তা নয়,
আবার খুব যে ভীতু তাও নয়।
সেই মানুষরাই অর্ধেক পথে এসে,
হাত ছেড়ে বহু দুরে চলে গেলো।
তারা খুব সংসারী তা নয়,
আবার খুব য়ে বিবাগী তাও নয়।
তারা খুব ভয়ঙ্কর নিষ্ঠুর তা নয়,
আবার যে দয়ার সাগর তাও নয়।
সেই মানুষরাই আমার জন্য
ইলেকট্রিক চিতা সাজিয়েছিল।
তারা খুব খারাপ শত্রু তা নয়,
আবার যে ভালো বন্ধু তাও নয়।
তারা খুব কঠিন বা রাগী তা নয়,
আবার খুব যে ঠান্ডা ঠিক তাও নয়।
সেই মানুষরাই প্রতি মুহূর্তে
আমায় দেখে মুখ ঘুরিয়ে যায়!
তারা খুব স্বার্থপর বা লোভী তা নয়
আবার খুব যে নিরাসক্ত তাও নয়
তারা খুব অমানুষ ঠিক তা নয়
আবার যে ভালো মানুষ তাও নয়
সেই মানুষেরাই আনন্দে উড়াউড়ি
করে আমারই আকাশে !
সেই মানুষ আর সেই অমানুষ তাদের
সাথেই পথ চলতে হয়।
ভালোবাসি অভিমান করি,
তাদেরকেই কাছে টানি
তাদের বিপদেই ছুটে যাই
তাদের আনন্দে আবার হাসি
তাঁদের দুঃখেই আমার আমি
বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদি!