নেপালের বায়না
সেদিন ভরে ভীষণ জোড়ে, ধরলো নেপাল কান্না
সবারই তো হয় গো বিয়ে তার যে কেনো হয় না?
লাল টুকটুক বৌ হবে তার ছিল যে তার স্বপ্ন
রেঁধেবেড়ে খাওয়াবে বৌ, করবে তাকে যত্ন
যাবে যে সে শ্বশুরবাড়ি মিষ্টি নিয়ে হাতে
তারপরেতে হরেক রকম, পড়বে যে পদ পাতে
খাবার পরে পান সাজিয়ে আনবে যে বৌ তার
বলবে নেপাল হাতটি ধরে, ফিরে চলো শ্বশুর ঘরে
তোমায় ছাড়া গিন্নি আমার ঘর যে অন্ধকার
সানগ্লাসটা পড়লে তাকে লাগবে পুরো হিরো
তবে বৌয়ের শাড়ি কিনতে হলে হবে পকেট জিরো
তা হয় হোক, বৌ টা তবু থাকবে যে তার পাশে
বৌ না থাকায় লোকজন সব, তাকে নিয়ে হাঁসে
বিয়ের সময়ের পাওয়া ধুতি নতুন জামা পড়ে
যাবে যে সে দেখতে ঠাকুর বৌয়ের হাতটি ধরে
এমন কতো স্বপ্নেরা সব ছিল রাত্রি জুড়ে
স্বপ্নরা সব হারিয়ে যেতেই, ভাঙলো যে ঘুম ভরে
স্বপ্নে দেখা টুকটুকে বৌ সত্যি কেনো হয় না
বিয়ে এবার দিতেই হবে ধরলো নেপাল বায়না