একটা রোদআঁচল আর তার গান,
স্বপ্ন জুড়ে জীবন,
অদেখা কথাই যেন শেষ,
চলছে চলুক গতিপথ শেষ সীমানার ধারে ৷
একটা আত্মিক বিশ্লেষণ অপেক্ষা করছে ,
জীবনের গতিপথ কি সঠিক , বিচারের আশায় !
কিন্ত কে করবে বিচার ?
অপেক্ষা দুস্তর, উত্তর শূন্য,
একা একা পথ চলা, অনেক কথাই বুকে জমে থাকে ,
জীবনের রং মুছে সাদা কালো প্রকট ।
মেঘবালিকা ঈশারা করে দূরে ,
মোহময়, তবুও বদলায় না জীবনের গতিপথ,
তার সর্পিল ভঙ্গি , দিক বদলায় শেষ বেলাতে ।
বুড়ো বটের শেকড়ে আটকে থাকা নি:শ্বাস,
ছুঁতে দেয় না আব্বুলিশের দেওয়াল ।
পৃথিবীর যাত্রা বদলে বিপ্লবী হওয়ার আকাঙ্খার অনাদরে মৃত্যু ।
হয়ত এটাও পৃথিবীর নিয়ম ।
বেশি মাথা ঘামাই না ,
আপাতত তো চলছে , থামলে দেখব ,
যেমন হয়ত সবাই ভাবে ।
ভাবিনি , থেমে যাওয়াটা চিরস্থায়ী নয় তো ?