হয়তো একদিন তুমি আসবে,
ঠিক আমার সামনে এসে দাঁড়াবে।
তোমার অনেক কিছু বলার আছে……
তুমি বলবে সব স..ব!
যা কিছু এতদিন লুকিয়ে রেখেছো মনের
গোপন কুঠুরিতে !
কেউ দেখেনি,
কিন্তু আমি দেখেছি সেই কুঠুরি
বহুবার দেখেছি….!
তাই তোমাকে হারাবার ভয় আমার নেই।
তবে ভয় পেওনা,স্বপ্ন দেখা আমিও ছেড়ে দিয়েছি।
অন্ধকারের দূর্ভেদ্য পর্দা সরিয়ে যে ক্ষীণ আলো
দেখতে চেয়েছিলাম,
আর খুঁজি না সেই আলো।
শুধু অপেক্ষা করে আছি সূর্য অস্তমিত হবার!
সূর্য যখন অস্তমিত হবে
চারিদিক ঢেকে যাবে ঘন অন্ধকারে!
তখন তুমি আসবে….
কিন্তু আমাকে খুঁজে পাবে না….