রাতমুখো সূর্যের ভেতরে দাবদাহ,
অন্তর জ্বলছে তোমার বিশ্বাসঘাতকতায়,
দিনদুপুরে অমাবস্যার অন্ধকার ,
হয়ত কারোরই প্রতীক্ষায়।
না, আসে’নি সে মুখ মুকুরে,
আসে’নি দীর্ঘ অপেক্ষায় ,
তবু মন বেঁচে থাকে কোন এক অজান্ত বিশ্বস্ততায়
গোপনে, সকলের অগোচরে ।
এক সর্বগ্রাসী ভালোবাসার নামে,
যে নাম খোদাই হবে কোন একদিন
আমার কবরে ।